× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন, বাধা দেওয়াই মারধর ও প্রাণনাশের হুমকি

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি:

২৫ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

পাবনার ঈশ্বরদীতে লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালি উত্তোলন করায় তা বাঁধা দেওয়ার কারনে মোঃ হেকমত উল্লাহ নামে একজনকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষ স্থানীয় বিএনপি নেতা সোহান পারভেজ বিপুর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২৫ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার আরামবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী হেকমত উল্লাহ উপজেলার গোপালপুর গ্রামের মোঃ হাসিবুর রহমানের ছেলে।

অভিযুক্তরা হলেন- উপজেলার আরামবাড়িয়া গ্রামের মৃত ফজলুর ছেলে সোহান পারভেজ বিপু, একই গ্রামের মৃত আহাদের ছেলে মোঃ রফিক, মৃত রফিকের ছেলে শিহাব ও শিমুল, মৃত জমসেদ আলীর ছেলে আবির হাসান মামুন, মৃত লালটুর ছেলে মোঃ মাইন।

থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী হেকমত উল্লাহসহ স্থানীয় মোঃ বায়োজিদ হোসেন ও মোঃ আজাদুল ইসলাম বিলমামনি মৌজাতে ৮২ শতাংশ মাঠান জায়গা লিজ নিয়েছেন। সেখানে অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতা সোহান পারভেজ বিপু ও তার সহযোগীরা জোরপূর্বক বালি উত্তোলনের চেষ্টা চালিয়ে আসছিলেন। এতে তাদের বাঁধা দিলে ইতিপূর্বে তারা ভুক্তভোগী হেকমতউল্লাহ সহ তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি নিয়ে গ্রাম্য শালিশ করেও কোন সুরাহা হয়নি। পরে এ ঘটনায় কয়েকদিন আগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত করতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষের লোকজনকে বালি উত্তোলন করতে নিষেধ করে। পরে অভিযুক্ত বিপু ও তার সহযোগীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় ভুক্তভোগী হেকমত উল্লাহর প্রতিবেশী আনারুল ইসলাম তাদের গালমন্দ না করে সমঝোতার মাধ্যমে তা সমাধান করতে বলে। পরে তার সঙ্গেও অভিযুক্তদের বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে উপস্থিত অভিযুক্ত বিপুর নির্দেশে রফিক নামে একজন তার হাতে থাকা জিআই পাইপ দিয়ে তাকে পিটিয়ে আহত করে। পরে অভিযুক্তদের আরেকজন শিহাব তার কাছে থাকা গামছা দিয়ে আহত আনারুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 

ভুক্তভোগীর হেকমত উল্লাহ বলেন, আমাদের লিজকৃত জমি বালু উত্তোলন করে ব্যবসা করতে বাধা দেওয়ায় বিপু সহ তার লোকজন প্রশাসনের উপস্থিতিতে আমাকে মারপিট করেন। এই ঘটনায় আমি বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও সঠিক কোন শুরুয়া পাচ্ছি না।

অভিযুক্ত বিপুর মোবাইল ফোনে একাধিকবার ফোন করলে তুমি ফোন রিসিভ করেননি। ঈশ্বরদী থানার তদন্ত ওসি জামাল উদ্দিন জানান, লিজকৃত জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন একটি অভিযোগ দেওয়া ছিল শুনলাম ঘটনা তদন্তকারী কর্মকর্তা যাওয়াতে তার উপস্থিতিতে একটি ঘটনা ঘটছে পরে আরেকটি অভিযোগ দায়ের করছেন এটি কাকে দিয়েছে এটা আমার জানা নেই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.