× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামে নানা আয়োজনে বড়দিন উদযাপন

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।

২৫ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

 বৃহস্পতিবার  দুপুরে কুড়িগ্রাম সদরের রিভার ভিউ মোড় এলাকায় বিশেস প্রার্থনা, সঙ্গীত, স্বাস্থ্য পাঠ ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।এ সময় খ্রিস্টান ধর্মের মানুষজন অস্থায়ী চার্চে উপস্থিত ছিলেন। উৎসব উপলক্ষে জেলার খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ তাদের বাড়িঘর ও গির্জাগুলো আলোকসজ্জা করে।কু ড়িগ্রামের অস্থায়ী চার্চের বাক্য পরিচর্যক ইমরান সরকার, সিনথিয়া সাফরিন,রোমান ইমতিয়াজপ্র মুখ উপস্থিত ছিলেন।প রিচর্যক ইমরান সরকার বলেন,'বড়দিন শান্তি, ভালোবাসা ও মানবিকতার বার্তা বহন করে। প্রতিবছরের মতো এবারও কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে এই দিনটি উদযাপিত হচ্ছে।'ব ড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রহিম বলেন,' উৎসব নির্বিঘ্নে করতে আমরা সজাগ রয়েছি। এখানে আমাদের মোবাইল টিম সার্বক্ষনিক রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.