আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে পটুয়াখালী-১ (সংসদীয় আসন ১১১) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এবিএম রুহুল আমিন হাওলাদারের পক্ষে পটুয়াখালী জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান খানের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন জাতীয় পার্টি পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মীরাজুল হক মিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি পটুয়াখালী জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মাহমুদ সেলিম, দুমকি উপজেলা সভাপতি অ্যাডভোকেট এইচ এম মাসুদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ওলিউল ইসলাম বশির, বাউফল উপজেলা সভাপতি মোঃ মহাসিন হাওলাদার এবং দুমকি উপজেলা সহ-সভাপতি মোঃ ইদ্রিস মোল্লাসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এবিএম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টিকে একটি শক্ত অবস্থানে নিয়ে যাবেন।