মৌলভীবাজারের কমলগঞ্জে রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে নির্মল এস পলাশকে (দৈনিক তৃতীয় মাত্রা) সভাপতি ও মোনায়েম খানকে (দ্য এশিয়ান এইজ) সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলে অনুষ্ঠিত সাধারণ সভায় কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মল এস পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. মোস্তাফিজুর রহমান, আহমেদুজ্জামান আলম, আসহাবুজ্জামান শাওন, আব্দুল বাছিত খান, আর কে সোমেন, হিফজুর রহমান তুহিন, পারভেজ আহমদ, মো. মোনায়েম খান প্রমুখ।
সাধারণ সভা শেষে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ।
নতুন কমিটির অন্যান্যরা হলেন, আব্দুল বাছিত খান (দৈনিক খবরপত্র) সহ সভাপতি, হিফজুর রহমান তুহিন (দৈনিক তরুন কন্ঠ) সহ সাধারণ সম্পাদক, আর কে সোমেন (ব্রজ্জ্বধ্বনি) অর্থ ও দপ্তর সম্পাদক, জায়েদ আহমদ (দৈনিক সংবাদ সারাবেলা) প্রচার ও প্রকাশনা সম্পাদক, শায়েখ আহমেদ (দৈনিক ঘোষণা) তথ্য ও গবেষণা সম্পাদক, সাইদুল ইসলাম (দৈনিক ঢাকা প্রতিদিন) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, রাজু দত্ত দৈনিক কালবেলা) সদস্য, এলিসন সুঙ ( দৈনিক স্বাধীন বাংলা) সদস্য।