ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর সিলেটের ছয়টি সংসদীয় আসনে প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এখন পর্যন্ত সিলেটে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সিলেট ৩ আসন থেকে সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তা ছাড়া সিলেট-২ ও সিলেট-৬ আসনে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। বুধবার (২৪ ডিসেম্বর) সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় মনোনয়নপত্র বিতরণ সংক্রান্ত এ তথ্য নিশ্চিত করে।
সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সিলেট-১ আসনে পাঁচটি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এ আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিলেট-২ আসনে ছয়টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এখানে দুইজন বিএনপি প্রার্থীর পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ ও গণফোরামের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিলেট-৩ আসনে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সিলেট-৪ আসনে চারজন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। তারা হলেন বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী।
সিলেট-৫ আসনে পাঁচটি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এ আসনে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া সিলেট-৬ আসনে চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে দুইজন বিএনপির প্রার্থী, একজন গণ অধিকার পরিষদের প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।