চাঁদপুরের নিয়মিত প্রকাশিত পাঠক প্রিয়, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষীকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। যার মধ্যে প্রতিনিধি সম্মেলন, শুভেচ্ছা বিনিময়, পত্রিকার সাংবাদিকদের সংর্বধনা ক্রেস্ট ও নবায়নকৃত আইডি কার্ড বিতরণ করা হয়।
পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশা। বার্তা সম্পাদক আহম্মদ উল্যাহ’র পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি ও জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি এম এ লতিফ, চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ও ড্যাব নেতা ডা: সৈয়দ আহমেদ কাজল, জেলা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন ইকরাম, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক তালহা জোবায়ের, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, চাঁদপুর রেইনবো হাসপাতালের পরিচালক মো: মহসিন হোসেন প্রমুখ।
পত্রিকার সাংবাদিকগণের মধ্য থেকে বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, যুগ্ম সম্পাদক মো: রানা সরকার, সিনিয়র সহকরী সম্পাদক মো: শওকত করিম, সহ - সম্পাদক এম আই দিদার, সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম সারওয়ার সেলিম, চীপ রির্পোটার সাইদ হোসেন অপু চৌধুরী, বিশেষ প্রতিনিধি মো: ইব্রাহীম খান, সিনি : স্টাফ রিপোর্টার গাজী মো: ইমাম হাসান, মো. মাসুদ হোসেন, মো: মহসিন হোসাইন, উপজেলা প্রতিনিধি এস এম ইকবাল, মো: হাবিবুর রহমান, সমীর ভট্টাচার্য্য, শামীম আহমেদ জয়, মামুন হোসাইন, পত্রিকার অফিস স্টাফ হযরত আলী, ম্যানেজার মানিক চন্দ্র রায় প্রমুখ।
অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ, টেলিভিশন সাংবাদিক ফোরাম ও ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া প্রতিনিধি সম্মেলনে পত্রিকার সাংবাদিকদের ক্রেস্ট ও পত্রিকার নবায়নকৃত আইডিকার্ড বিতরণ এবং চাঁদপুর পাটোয়ারী নিউজ পেপার এজেন্সীর পরিচালক মো: জসিম মেহেদীকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।