× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা, পেট্রোল বোমা উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:২৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম নুরুল ইসলাম ওরফে ইসলাম সেক্রেটারির বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার (২৪ ডি‌সেম্বর) ভোররাত আনুমানিক ভোর ৪টার দি‌কে মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত বাড়ির সামনে এসে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থলে আরও দুটি পেট্রোল বোমা রেখে দ্রুত পালিয়ে যায়।

বিস্ফোরণের বিকট শব্দে ঘুমন্ত পরিবারের সদস্যরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। ককটেলের আঘাতে বাড়ির জানালার কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আতঙ্কে আশপাশের লোকজন বেরিয়ে এলেও হামলাকারীরা পেট্রোল বোমা দুটি রে‌খে পা‌লি‌য়ে যায়।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় পুলিশ দুটি অবিস্ফোরিত ককটেল ও দুটি পে‌ট্রোল বোমা (কাচের বোতল) উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হামলায় অন্তত ছয়জন ব্যক্তি অংশ নেয়।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্স পাঠানো হয়। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

ভুক্তভোগীদের দাবি, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিনের পক্ষে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণেই এই হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি।
ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.