× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লংগদুতে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

পৌষের কনকনে শীতে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু সেনা জোন।  বুধবার (২৪ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটির লংগদু উপজেলার হেলিপেট মাঠে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় পাহাড়ি ও বাঙালি দুই শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল, জ্যাকেট, প্যান্টসহ বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করেন লংগদু জোনের অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ এসপিপি, পিএসসি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফসহ সেনাবাহিনীর বিভিন্ন পদবির কর্মকর্তারা। শীতবস্ত্র বিতরণকালে জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.