× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এমআরইউ'র কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হলেন সাংবাদিক জয় শাহীন

২৩ ডিসেম্বর ২০২৫, ২২:৪২ পিএম

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন শাহীন আলম জয়।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। পরে রাত ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক নিরপেক্ষর সিনিয়র রিপোর্টার শাহীন আলম জয় পেয়েছেন ১২১ ভোট।

নবনির্বাচিত নির্বাচিত শাহীন আলম জয় বলেন, আগামীর বাংলাদেশ মাল্টিমিডিয়ার বাংলাদেশ। এই মাল্টিমিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরছে মাল্টিমিডিয়ার রিপোর্টাররা।

তিনি বলেন, আমি আমার মাল্টিমিডিয়ার সকল সহকর্মীকে ধন্যবাদ জানাই।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন- ইসমাইল হোসেন, স্বাধীন রহমান, আবুল খায়ের, আল আমিন খান।

নির্বাচিত অন্যরা হলেন:-

১ নং সহসভাপতি জাকির ইসলাম, ২নং সহ-সভাপতি ইসলাম উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাতুল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, সহ- সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকা, অর্থ সম্পাদক জান্নাতুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আরাফাত, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদকঃ সৈয়দ মাহবুব, ক্রীড়া সম্পাদকঃ শাহিনুল নুর (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংস্কৃতিক সম্পাদক আরাফাত হোসেন হিমেল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সমাজসেবা সম্পাদক বিজয় আহমেদ, স্বাস্থ্য, পরিবেশ ও আপ্যায়ন সম্পাদক সোলায়মান সুমন।

উল্লেখ্য, জয় শাহীন সাংবাদিকতার পাশাপাশি একজন সফল ট্যুরিজম ব্যবসায়ী হিসাবেও দেশ-বিদেশে তার পরিচিতি রয়েছে। সাংবাদিকতা পেশায় তিনি যেমন সাহসিকতা, নৈতিকতা, পরিশ্রম ও দক্ষতার ছাপ রেখে চলেছেন, তেমনি ট্যুরিজম ব্যবসায়ও তিনি অনন্য সফলতা অর্জন করেছেন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও তাঁর ট্যুরিজম কোম্পানির মাধ্যমে পরিচিতি ও খ্যাতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.