× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফরিদগঞ্জ বিআরডিবির নির্বাচনে জাহাঙ্গীর আলম নান্টু নির্বাচিত

নারায়ন রবিদাস, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৫২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চাঁদপুরের ফরিদগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৩ ডিসেম্বর  ২০২৫ ) ফরিদগঞ্জ উপজেলা সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে। নির্বাচনে  মোট ১৯৮ জন ভোটারের মধ্যে ১৮২জন রেজিস্টেশন করেন এবং ১৭৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে ছাতা প্রতীকে ১০৭ ভোট পেয়ে সভাপতি পদে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু নির্বাচিত হন। নির্বাচনে অংশ নেয়া অপর প্রার্থী উপজেলা  বিএনপির যুগ্মআহ্বায়ক চেয়ার প্রতীকে আব্দুল খালেক পাটওয়ারী পেয়েছেন ৬৮ ভোট।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি নুরু নবী মানিক, সদস্য মোতালেব পাটওয়ারী, মানিক চন্দ্র দাস ও ফরিদ আহম্মেদ খান। বিকাল সাড়ে তিনটায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মতলব উত্তর উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম ফলাফল ঘোষণা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.