× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়দিনে লংগদু উপজেলার খ্রিস্টান সম্প্রদায়ের পাশে রাজনগর বিজিবি

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

২৩ ডিসেম্বর ২০২৫, ১৪:২১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রাঙ্গামাটির লংগদু উপজেলায় খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে রাজনগর জোন বিজিবির উদ্যোগে মতবিনিময় সভা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি, এসি-এর সভাপতিত্বে চাইল্যাতলী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান ও মেম্বার, হেডম্যান, কারবারি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পাহাড়ি-বাঙালি বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে বিজিবির ভূমিকা তুলে ধরা হয়। পাশাপাশি উপস্থিত ব্যক্তিবর্গের মতামত গ্রহণ করা হয়। জোন অধিনায়ক সবাইকে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

মতবিনিময় সভা শেষে বড়দিন উদযাপন উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকার গুরুসতাংপাড়া ও গুইছড়িপাড়া এই দুইটি গির্জা কমিটির মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। বিজিবির এই মানবিক উদ্যোগ স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে। এ সময় লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন বলেন, বিজিবি সবসময় শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.