বিএনপির প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবর শাহ–পাহাড়তলী আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। তিনি বলেন, “ধানের শীষ আপনাদের ছিল, আছে, থাকবে—ইনশাল্লাহ। বিজয়ের জন্য অতীতের সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কোনো বিকল্প নেই।”
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে নির্বাচনী ‘গ্রিন সিগনাল’ পাওয়ার পর ফৌজদারহাটস্থ নিজ বাসভবনে হাজারো নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে প্রচন্ড ভীড়ের মধ্যে দাড়িয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তার বাসভবনে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের শুরুতে তিনি অসুস্থ দলীয় নেত্রীর সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেন। নেতাকর্মীদের উদ্দেশে লায়ন আসলাম চৌধুরী বলেন, “যাদের কোনো বদভ্যাস রয়েছে, তা পরিহার করুন। নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করুন। নিন্দুকদের দেখিয়ে দিন—বিএনপি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। কারও ধর্ম পালনে আমরা বাধা দিই না। ইসলাম ধর্মে জঙ্গিবাদের কোনো স্থান নেই।” তিনি একই সঙ্গে সিনিয়র নেতাদের সম্মান করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির যে আধুনিক রাজনৈতিক ধারা সূচনা করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তা আপসহীনভাবে এগিয়ে নিয়েছেন বলেই দেশের মানুষ তাকে ‘আপসহীন নেত্রী’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, “এই দিনটিকে ঐতিহাসিক ও স্মরণীয় করে তুলতে পুরো দেশ আজ উন্মুখ। ইনশাল্লাহ, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।”
সভায় তিনি আরও বলেন, “কাজী সালাউদ্দিন আমার ছোট ভাই। আমার রাজনীতিতে আসার পেছনে তারসহ অনেকের অবদান রয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিপুল বিজয়ের জন্য কাজ করবো। কেউ কারও সঙ্গে বিবাদ, তর্ক-বিতর্ক বা খারাপ আচরণ করবেন না—এটাই আমার বিশেষ অনুরোধ। এখন রাজপথে থাকার সময় নয়, এখন সময় ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার।”
বিএনপি নেতা মোহাম্মদ মোরসালিনের সঞ্চালনায় ও ডা. কমল কদরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম, বিএনপি নেতা জহুরুল আলম জহুর, ইউসুফ নিজামী, জাকির হোসেন, সালেহ আহম্মদ সলু, এড.আইনুল কামাল, ওয়াহিদুল আলম শরিফ, মাইনুদ্দিন চৌধুরী, রেহান উদ্দিন প্রধান, রফিক আহম্মদ, মাহবুবুল আলম, নূরুল আনোয়ারসহ চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।