আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫১ ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক জননেতা আব্দুল করিম সরকারের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে আব্দুল করিম সরকারের নমীনির একটি প্রতিনিধি দল ফুলবাড়ীয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ফরম উত্তোলনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ বি সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমেদ মাসুদ, বিএনপি নেতা রফিকুল ইসলাম মাখন, প্রভাষক এনামুল হক, সারোয়ার হোসেন, জেলা যুবদলের সহ-সভাপতি আনোয়ার সাহাদাত আনার, সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস, সরকার শহিদ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক রেজাউল করিম রাসেল, নুরুল ইসলাম মেম্বার, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোজাম্মেল হক, যুবদল নেতা সবুজ তালুকদার, তারা মাস্টার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক এজিএম ফাহাদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক হাসমত আলী মন্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এ সময় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ বি সিদ্দিক বলেন, জননেতা আব্দুল করিম সরকার দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন। ত্যাগী ও পরীক্ষিত এই নেতাকে যদি দল মনোনয়ন দেয়, তাহলে ফুলবাড়ীয়ার মানুষ ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই।
তিনি আরও বলেন,বিএনপি জনগণের দল। জনগণের প্রত্যাশা পূরণে আব্দুল করিম সরকার একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী। মনোনয়ন ফরম উত্তোলনের মাধ্যমে ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।