× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৌলতপুরে অবৈধভাবে মাটি পরিবহনের সময় দুইটি ড্রাম ট্রাক আটক

আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা

রাকিব আলী দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।

২২ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ইটভাটার জন্য অবৈধভাবে মাটি পরিবহনের সময় দুইটি ড্রাম ট্রাক আটক করা হয়েছে।  এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ট্রাকের চালককে ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। সোমবার দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে  বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হলে, অবৈধভাবে মাটি পরিবহন কাজে ব্যবহৃত  দুইটি ড্রাম ট্রাক আটক করা হয়। 

ট্রাক দুটি ইটভাটার কাজে ব্যবহারের উদ্দেশ্যে মাটি পরিবহন করছিল এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  সড়ক পরিবহন আইনে দণ্ডিত হয় ট্রাকের দই চালক উপজেলার আল্লাহর দরগার আফাজ উদ্দিন এর ছেলে মনিরুল ইসলাম এবং বেগুনবাড়িয়ার আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহমেদ। 

আদালতে দুই ট্রাক চালক কে পৃথকভাবে ২০ হাজার টাকা করে জরিমানা করেন এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযানটির মূল নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস। অভিযানে দৌলতপুর থানা পুলিশের পক্ষ থেকে  সার্বিক সহায়তা ও নিরাপত্তা প্রদান করেন থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান।

এ সময় দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস জানান, অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহন পরিবেশ ও জনস্বার্থের পরিপন্থী। এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.