× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজস্থলীতে বান্দারবান সড়কের পাশে অজ্ঞাত বৃদ্ধের বেওয়ারিশ লাশ উদ্ধার

উচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটি প্রতিনিধি।

২২ ডিসেম্বর ২০২৫, ১৫:১৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কুতুরিয়া পাড়ায় সিনামা হলের সামনে বান্দারবান সড়কের পাশে এক অজ্ঞাত বৃদ্ধের বেওয়ারিশ লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য থুইচিংমং মারমা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, ওই বৃদ্ধকে গত ৩–৪ দিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। তার পায়ে পচন ধরেছিল বলে স্থানীয়দের ধারণা, সেই সংক্রমণের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

এলাকাবাসীরা জানান, অজ্ঞাত ওই বৃদ্ধকে গত কয়েকদিন ধরে কুতুরিয়া পাড়া ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। তিনি মানসিকভাবে অসুস্থ কিংবা ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে ধারণা করছেন স্থানীয়রা। তার ডান পায়ে গুরুতর পচন ধরেছিল এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল। চিকিৎসার অভাবে তিনি চরম কষ্টে ছিলেন বলেও জানান তারা। স্থানীয়দের ধারণা, দীর্ঘদিন চিকিৎসা না পাওয়ায় সংক্রমণ বেড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।

এলাকাবাসীরা আরও বলেন, বিষয়টি আগে নজরে এলেও বৃদ্ধের পরিচয় জানা না থাকায় কেউ তাকে পরিবারের কাছে পৌঁছে দিতে পারেনি। হঠাৎ সড়কের পাশে নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মাহফুজ বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আশপাশের এলাকায় খোঁজখবর নিয়েছি। তবে এখন পর্যন্ত ব্যক্তির কোনো পরিবার বা স্বজনের সন্ধান পাওয়া যায়নি। লাশটির শরীর তল্লাশি করেও কোনো পরিচয়পত্র বা প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, স্থানীয় ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানের সঙ্গে সমন্বয় করে এবং এলাকাবাসীর উপস্থিতিতে মুসলিম রীতি অনুযায়ী লাশটি পুলিশ ফাঁড়ির পাশেই দাফন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.