× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশিদ

নারান রবিদাস, ফরিদগঞ্জ(চাঁদপুর) :

২২ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ক ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।

রোববার (২১ ডিসেম্বর ২০২৫) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা সেটুৃৃ কুমার বড়ুয়ার হাত থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

 এসময়ে তাঁর সাথে উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, যুগ্মআহ্বায়ক মজিবুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, ইউপি চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান

প্রমুখ।

 ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, আমি ২০০২ সাল থেকে রাজনীতির সাথে জড়িত।  আমি শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শকে বুকে ধারণ করে বিএনপির চেয়ারপার্সন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশিত পথেই চলি। দলের আর্দশের বাইরে কোন কিছু করিনি এবং করবোও না। বাইরে কে কী বললো সেদিকে আমি তাকাই না।

২০০৮ সালের নির্বাচনে এক ক্রান্তিকালে জনগণ আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছিল। আমি চেষ্টা করেছি পতিত সরকারের সময়ে বিরোধী দলের এমপি থেকেও এই উপজেলাবাসীর জন্য কিছু করার জন্য। আমি যতটুকু বরাদ্দ পেয়েছি ততটুকু এনে তার কাজ করেছি। ফলে পরপর দুইবার দুদক আমার বিরুদ্ধে তদন্ত করেও কিছু পায়নি। দলের নেতাকর্মীদের হামলা মামলায় পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মোটকথা দলের বাইরে কখনোই যাইনি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে মুল্যায়িত করেছে । আমি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনটি উপহার দিতে সক্ষম হবো বলে বিশ্বাস করি। বিএনপির আপামোর জনগণের স্রোত আমাকে সেই কথাই বলে দেয়। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ফরিদগঞ্জ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করবোই।

উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ও চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ বলেন, গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীসহ এদেশের কোটি কোটি মানুষ ভোট দিতে পারেনি। ফরিদগঞ্জ উপজেলাও এর ব্যতিক্রম নয়। বরং ভোটের অধিকার চাইতে গিয়ে ফরিদগঞ্জে বাবুল, আরিফ ও জাহাঙ্গীরের মতো যুবদলের কর্মীরা প্রাণ দিয়েছে। তাদের রক্তের উপর দিয়ে আমরা যারা বিএনপি করি তারা কখনো দলের আর্দশের বাইরে যেতে পারি না। তাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে দলের প্রার্থী হিসেবে যাকে মনোনয়ন দিয়েছেন, আমরা সকলে মিলে তাঁকে নির্বাচিত করে তথা ধাষের শীষের বিজয় নিশ্চিত করে সংসদে পাঠাবো। এর কোন ব্যত্বয় ঘটবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোন ব্যক্তির রাজনীতি করি না, দলের রাজনীতি করি। তাই ধানের শীষ যার আমরা তাঁর। দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা অবশ্যই যথাসময়ে চলে আসবেন।

উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক সাবেক ভিপি মজিবুর রহমান দুলাল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে প্রাথমিক মনোনয়ন যাকে দিয়েছেন, চুড়ান্ত মনোনয়নও তাকেই দিয়েছেন। তাই আমাদের বিএনপির তথা ধানেরশীষের প্রার্থী লায়ন হারুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয় ধানের শীষের জন্য মাঠে ঝাঁপিয়ে পড়বো।  

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, ইউপি চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, বিএনপি নেতা রফিকুল ইসলাম, বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, সাবেক চেয়ারম্যান হুমায়ুর কবির কাজী, আব্দুল হান্নান, বিএনপি নেতা সেলিম পাটওয়ারী, সাবেক ভিপি আবুল খায়ের রুবেল, পৌর বিএনপির সাবেক  যুগ্ম সম্পাদক বিল্লাল কোম্পানী, সাবেক যুগ্মআহ্বায়ক এ এম টুটুল পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান , সোহেল খান,উপজেলা স্বেচ্ছাদলের সাবেক যুগ্ম সম্পাদক মানিক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম মাহমুদ রাঢ়ী, সাবেক যুগ্মআহ্বায়ক হারুন পাঠান, পৌর যুবদলের সাবেক যুগ্মআহ্বায়ক পেয়ার আহাম্মদ, শাওন পাঠান প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.