× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তানোরে সাজিদের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

আলিফ হোসেন,তানোরঃ

২১ ডিসেম্বর ২০২৫, ১৮:৫২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।


রাজশাহীর তানোরে সেচ পাম্পের পরিত্যক্ত  বোরিংয়ের কুপে পড়ে নিহত সাজিদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর শাখা। রোববার (২১ ডিসেম্বর)  রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনে জামায়াত ইসলামী মনোনিত (দাঁড়ি পাল্লা প্রতিক) প্রার্থী সাবেক এমপি ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সাজিদের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় তিনি তার পরিবারের সদস্যদের জন্য দোয়া ও সাজিদের ছোট ভাইকে কোলে নিয়ে দোয়া করেন।

তিনি সাজিদের বাবা ও মায়ের হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন। সহায়তার অর্থ হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সাজিদের বাবা রাকিব হোসেন ও  মা। এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন ও পাঁচন্দর ইউপি জামায়াতের আমীর মাওলানা জুয়েল রানাপ্রমুখ। এসময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী-সমর্থক ও গ্রামের বিপুর সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.