ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।
রোববার (২১ ডিসেম্বর ২০২৫) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা সেটুৃৃ কুমার বড়ুয়ার হাত থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময়ে তাঁর সাথে উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, যুগ্মআহ্বায়ক মজিবুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, ইউপি চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী প্রমুখ।