ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ফেনী জেলার তিনটি সংসদীয় আসনের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হাতপাখা প্রতীকের মাওলানা কাজী গোলাম কিবরিয়া, ফেনী-২ (ফেনী সদর) আসনে আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া এবং ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনে আলহাজ্ব মোঃ সাইফ উদ্দিন শিপন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের কাছ থেকে তাঁরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা, বিভিন্ন উপজেলা শাখা এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া। তিনি বলেন, ফেনীর তিনটি আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে ব্যাপক সাড়া ফেলবে। এ বিষয়ে আমরা আশাবাদী।
নেতৃবৃন্দ জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে নিয়মিত কর্মসূচি পালন করা হচ্ছে। তারা আরও জানান, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা, সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলা এবং ইসলামী মূল্যবোধ বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত বাংলাদেশ গঠনে দলটি দৃঢ় অঙ্গীকারবদ্ধ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে প্রার্থীরা দেশবাসীর দোয়া কামনা করেন। পাশাপাশি ফেনী জেলার সর্বস্তরের জনগণকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন জানানোর আহ্বান জানান এবং একটি সমৃদ্ধ, বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সহযোগিতা কামনা করেন।