× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়িয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এনসিপি’র কেন্দ্রীয় নেতা এড. জাবেদ রাসিন

মো: সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধি :

২১ ডিসেম্বর ২০২৫, ১৩:০৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র যুগ্ম আহবায়ক জাবেদ রাসিন বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মব সহিংসতা ঠেকানো যাচ্ছে না। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলার ঘটনায় দ্রুত গ্রেফতার দাবি করছি এবং ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি’র খুনিরা পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি বিশেষ করে গোয়েন্দা সংস্থার চরম ব্যর্থতা রয়েছে।

গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহের ফুলবাড়ীয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এডভোকেট জাবেদ রাসিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

জাবেদ বলেন, গত শুক্রবার আমরা শরিফ ওসমান হাদীর দোয়া মাহফিলের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। আমরা ক্ষমতায় গেলে ফুলবাড়ীয়া কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবো, যাতে স্থানীয় শিক্ষার্থীরা নিজ এলাকায় উচ্চশিক্ষার সুযোগ পায়।

স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সুবিধা উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে এবং ধাপে ধাপে আধুনিক চিকিৎসা সুবিধা যুক্ত করা হবে। প্রতিটি ইউনিয়নের ক্লিনিক ও কমিউনিটি ক্লিনিক আধুনিকায়ন করা হবে। প্রত্যন্ত এলাকায় ডাক্তার ও নার্স নিয়োগ বাড়ানো হবে। জরুরি সেবার জন্য ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স চালু করা হবে, যাতে সময়মতো চিকিৎসা পাওয়া যায়। ফুলবাড়ীয়া থেকে ঢাকা-ময়মনসিংহ সড়ক পর্যন্ত রাস্তা ৪ লেনে উন্নীত করা হবে। উপজেলার ভেতরের ও অন্যান্য উপজেলার সাথে সংযোগ সড়ক প্রশস্ত করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.