দাওয়াতের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় সড়কে ঝড়ল খালা ও ভাগনের প্রাণ। শুক্রবার(১৯ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদী সরকারি সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজ মোড় সংলগ্ন ঈশ্বরদী- বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের হাজীরমোড়ে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঈশ্বরদী শহরের পিয়ারপুর এলাকার রফিকুল ইসলামের স্ত্রী শিরিনা বেগম (৪৫) ও শহরের সাঁড়া ঝাঁউদিয়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে শাকিব হোসেন (২২)। নিহতরা সম্পর্কে খালা ও ভাগনে। চালক সিএনজিসহ পালিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নিহত শিরিনার ছেলে প্রান্তর জানান, নাটোরের লালপুর থেকে দাওয়াত বাড়িতে খাওয়া শেষে তার মা শিরিনা বেগম প্রান্তের খালাতো ভাইয়ের মোটর সাইকেল যোগ বাড়িতে ফিরতে ছিলেন। ঘটনাস্থলে ঈশ্বরদী থেকে লালপুর দিকে যাওয়া একটি দ্রুতগতির সিএনজিটি মোটর সাইকেলটিকে মুখোমুখিভাবে আঘাত করে। এতে তাঁরা দুজনই ছিটকে সড়কে পড়ে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।
ঘটনার সময় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার শাকিল জানান, স্থানীয় রা আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করা হয়। ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন জানান, নিহতদের স্বজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক সিএনজিসহ চালক পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।