নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের জসিম চেয়ারম্যানের বাড়ির পাশে বাইতুল জামে মসজিদে বাদ জুমা হাদির জন্য দোয়া ইমাম সাহেব দোয়া করাকে কেন্দ্র করে নোয়াখালী জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নুর নবীর উপর হামলা চালিয়েছে আওয়ামীলীগের ক্যাডাররা। শুক্রবার(১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার জুমার নামাজের পর মুনাজাতে সমজিদের ইমাম সাহেব কেন হাদির জন্য দোয়া করলো এ নিয়ে নামাজ শেষে স্থানীয় আওয়ামী লীগের লোকজনের সাথে শ্রমিক নেতার সাথে বাকবিতন্ডা শুরু হয়। এ সময় স্থানীয় আওয়ামী ক্যাডার ফখরুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী নোয়াখালী জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নুর নবীর উপর হামলা চালায়। তারা এসময় নুরনবীকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন জায়গায় জখমসহ নুর নবীর নাক পাটিয়ে দেয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নোয়াখালী জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নুর নবী জানান, আমি তাদেরকে নিবৃত করার চেষ্টা করলে তারা আমার উপর ছড়াও হয় এবং আমাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে। এবং আমার নাক পাটিয়ে দেয়। আমি এর বিচার চাই।
ঘটনার পর থেকে অভিযুক্ত আওয়ামীলীগ নেতা সাইফুলসহ তার সাঙ্গপাঙ্গরা পালাতক রয়েছে। তাই তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল মোঃ লিয়াকত আকবর জানান, এ ঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।