× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জবিতে শহীদ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

জবি প্রতিনিধি

২০ ডিসেম্বর ২০২৫, ১৭:১৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মসজিদ কমিটির আয়োজনে জবি কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় তিনি শহীদ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা করে বলেন, 'প্রকৃত জুলাই যোদ্ধাদের সঙ্গে যেন আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। স্বৈরাচারী শক্তি বা তাদের সহযোগীদের কোনো সুযোগ দেওয়া যাবে না।'

তিনি তরুণ সমাজ ও ছাত্র-জনতার ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান এবং সারাদেশে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শহীদ হাদির পরিবারের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে আইনগত সুরক্ষা, ভরণপোষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

জবি মসজিদ কমিটির আহ্বায়ক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, 'শহীদ ওসমান হাদি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক ও প্রতিশ্রুতিবদ্ধ জুলাই যোদ্ধা। ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি ছিলেন আপসহীন। তাঁর শাহাদাতের মাধ্যমে তাঁর সংগ্রাম শেষ হয়নি; বরং তাঁর আদর্শ বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার।'

তিনি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে শহীদ হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় জড়িত ঘাতক ও প্রকৃত ইন্ধনদাতাদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের পরিচয় জনসমক্ষে প্রকাশের আহ্বান জানান।

দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম ও খতিব মো. ছালাহ্ উদ্দিন।

মাহফিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.