নাটোর সদরের একডালা এলাকা হতে রফিকুল ইসলাম শাহীন( ৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার একডালা মেহেন্দি তলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রফিকুল ইসলাম শাহীন একডালা মেহেন্দিতলা এলাকার রওশন আলীর ছেলে। নিহতের শাহিনের পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে বাড়িতে খাওয়া-দাওয়ার পর তার চাঁদপুর এলাকায় সবজির দোকানের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু অনেক সময় অতিবাহিত হওয়ার পর দোকানে না পৌঁছানোয় তার খোঁজ করতে থাকে পরিবারের লোকজন।
এ সময় অপ্রকৃতস্থ এক ব্যক্তি শাহিনের পরিবারের লোকজনকে জানায় শাহিনের মরদেহ মেহেন্দি তলায় একটি ঘরে পড়ে আছে। সেখান থেকে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। শাহিনের মাথায় আঘাতের চিহ্ন দেখে পুলিশ এবং পরিবারের লোকজন ধারণা করছে তাকে হয়তো কোন কিছুতে আঘাত করে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায় পরীক্ষা-নিরীক্ষা করার পর তার মৃত্যুর কারণ জানানো যাবে। সেই সঙ্গে মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করবে। এই ঘটনায় স্তব্ধ পরিবার এবং গ্রামের লোকজন। তাৎক্ষণিক কারো সঙ্গে বিরোধ এর তথ্য জানাতে পারেনি পরিবারের লোকজন।