× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরিশালে আবাসিক হোটেলে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

শাকিল খান, বরিশাল

১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:০৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বরিশালের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আব্দুল হাকিম হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শহরের ফলপট্টি এলাকার ‘হোটেল পার্ক’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল হাকিম হাওলাদার (৬০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ কাজলাকাঠি দাড়িয়াল ইউনিয়নের আরব আলী হাওলাদার ছেলে। তিনি ওই হোটেলটিতে গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

হোটেলের স্টাফরা জানান, ওই ব্যক্তি দীর্ঘ  চল্লিশ বছর ধরে হোটেলটিতে কর্মরত ছিলেন। গত কয়েকদিন ধরে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন আব্দুল হাকিম। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টায় খাবার খেয়ে তিনি স্টাফ রুমে ঢুকে আর বের হননি।

হোটেলের মালিক মাহমুদুল হাসান শাওন জানান, রাত ৯টায় খাবার খেয়ে কক্ষে প্রবেশ করার পর তিনি আর বের হননি। পরে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে তারা এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সেলিম গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.