× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে নোয়াখালীর ক্যাপ্টেন গোলাম কিব্রীয়াকে অ্যাওয়ার্ড প্রদান।

১৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ডিসেম্বর—মহান বিজয় দিবসের এই মাসে,  ন্যায়, মর্যাদা ও মানবিক মূল্যবোধে উজ্জ্বল এই ঐতিহাসিক দিনে ১৬ ই ডিসেম্বরের সাথে যুক্ত হলো বাংলাদেশের জন্য আরও একটি গৌরবোজ্জ্বল অর্জন। এমএইচ গ্লোবাল গ্রুপ ও ডা. মোস্তফা–হাজেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এ.কে.এম গোলাম কিব্রীয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন সম্মানজনক ‘Global Humanitarian Championship Award’।

সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মানবতা ও বৈশ্বিক কূটনীতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি “Peace, Prosperity and Justice” শীর্ষক আলোচনায় কী-নোট স্পিকার হিসেবে অংশগ্রহণ করেন। সম্মেলনে বিশ্বের ৩০টি দেশের কূটনীতিক, সংসদ সদস্য ও অক্সফোর্ড এলামনাইদের উপস্থিতিতে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তাকে এই আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত করা হয়।

পুরস্কারটি প্রদান করেন যুক্তরাজ্যের হাউস অব কমন্সের সাবেক সংসদ সদস্য মি. ভিভেক শর্মা এবং বাথ শহরের মেয়র প্রফেসর পাংখানিয়া।

এ সম্মাননা প্রসঙ্গে ক্যাপ্টেন এ.কে.এম গোলাম কিব্রীয়া বলেন, তিনি একে ব্যক্তিগত অর্জন হিসেবে দেখেন না। বরং এটি বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি। তার মতে, মুক্তিযুদ্ধের চেতনা, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর সাহস এবং বৈশ্বিক মানবিক সংকটে বাংলাদেশের দায়িত্বশীল ভূমিকারই প্রতিফলন এই পুরস্কার।

তিনি আরও বলেন, অক্সফোর্ডের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে এই স্বীকৃতি প্রতিটি বাংলাদেশির জন্যই গর্বের এবং বিজয়ের বার্তা বহন করে। বিশ্লেষকদের মতে, এই অর্জন প্রমাণ করে—বাংলাদেশ শুধু ইতিহাসেই নয়, মানবতার ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রেও বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.