ফেনীতে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। এরপর জেলা প্রশাসক মনিরা হক ও পুলিশ সুপার মো: শফিকুল ইসলামের নেতৃত্বে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।এরপর ফেনী -২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন। এ ছাড়া জেলা স্বাস্থ্য বিভাগ,জেলা পরিষদ,ফেনী পৌরসভা, বিএনপি, জাসদ,জাতীয় পার্টি,এবি পার্টি,জাতীয় নাগরিক পার্টি, সিপিবি, যুবদল-ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেস ক্লাব,রিপোর্টাস ইউনিটি,ফটো জার্নালিস্ট,ফেনী সরকারি কলেজ, ফেনী ইউনিভার্সিটি, বিভিন্ন স্কুল, কলেজ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।শহরের পিটিআই স্কুল মাঠে তিনদিন ব্যাপী বিজয় মেলা উদ্বোধন, জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন করা হয়। বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
বিকেলে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ,সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে দিবসটি পালন করে থাকে।