× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীয়ায় সিসিডিবি’তে চেক বিতরণ ও প্রাক বড়দিন উদযাপন

মো: সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধি :

১৭ ডিসেম্বর ২০২৫, ১৮:২৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

জীবন জীবিকার মানউন্নয়নে সিসিডিবি-সিপিআরপি’র উদ্যোগে ফোরামের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ও প্রাক বড়দিন উদযাপন করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২.০০ টায় সিসিডিবি-সিপিআরপি ফুলবাড়ীয়া এরিয়া অফিসের কার্যালয়ে উপকারভোগীদের জীবন জীবিকার মান উন্নয়নের লক্ষ্যে ফোরাম সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম।

বিশেষ অতিথি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার নূর মোহাম্মদ, থানা অফিসার ইর্নচাজ (ওসি) মো: সাইফুল্লাহ সাইফ, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মোজাম্মেল হক, উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, ফুলবাড়ীয়া পাষ্টর ভিক্টরিয়া এজি চার্চ মিঃ সেন্টু মীর, ফুলবাড়ীয়া ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার নম্রতা হাউই, প্রভাষক মোঃ মতিউর রহমান মতিন প্রমূখ।


সভাপতিত্ব করেন সিসিডিবি-সিপিআরপি’র এরিয়া ম্যানেজার পিটার সরকার। এ সময় । সিসিডিবি-সিপিআরপি, ফুলবাড়ীয়ার হিসাবরক্ষণ কর্মকর্তা দিলিপ দাস এ সময় উপস্থিত ছিলেন। 

এরপর আমন্ত্রিত অতিথি ও উপস্থিত সকলকে নিয়ে প্রাক বড়দিনের কেক কাটেন প্রধান অতিথি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.