× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আরফাত হোসেন- দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

১৭ ডিসেম্বর ২০২৫, ১৮:১৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত সকল কর্মকর্তাদের পুনরায় চাকরিতে পুনর্বহালের দাবিতে চট্টগ্রামের চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ ডিসেম্বর (বুধবার) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া খাঁনহাট হাজী এনু মিয়া মার্কেটস্থ ইসলামী ব্যাংক (পিএলসি) চন্দনাইশ শাখার সামনে চন্দনাইশ উপজেলার ইসলামী ব্যাংক পিএলসি থেকে চাকরিচ্যুত ব্যাংকার পরিবার ও চন্দনাইশ পেশাজীবি ফোরামের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন চাকরিচ্যুত ব্যাংকাররা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা আবু রায়হান ফয়সালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম. আইনুল কবির, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতা আলমগীর ইসলাম বঈদী, চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা মো. আনিসুল ইসলাম, সৈয়দ নাজমুস সাকিব, আবু রেহান ফয়সাল, মো. খোরশেদুল আলম, রায়হান, সেলিম উদ্দিন, ইকবাল হোসেন, সাইফ এনাম, আনোয়ার হোসাইন, মো. সোলাইমান প্রমূখ।

মানববন্ধনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চাকরিচ্যুত চন্দনাইশ উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ৫ই আগস্টের পর হঠাৎ ইসলামী ব্যাংক পিএলসি থেকে আমাদের কোন ধরনের নোটিশ ছাড়া চ্যকরিচ্যুত করে যা অত্যান্ত দুঃখজনক। আমরা সকল প্রকার বৈধ ডকুমেন্টের মাধ্যমে চাকরিতে যোগদান করি। বর্তমানে আমাদের যে কোন সরকারি চাকরিতে আবেদন করার বয়স শেষ হয়ে গিয়েছে তাই আমরা বেকার! পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছি। পরিবারের মধ্যে চলছে অভাব অনটন, ছেলে-মেয়েদের লেখা পাড়ার খরচ যোগাতে হিমশিম খাচ্ছি, তাই চাকরি আমাদের পুণর্বহাল করা প্রয়োজন।

এটি বর্তমান সরকার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ইসলামী ব্যাংকের পরিচালকদের প্রতি জোর আমাদের আবেদন। পুনরায় চাকুরিতে পুনর্বহাল করে পরিবার পরিজন নিয়ে সুন্দর একটি জীবন উপহার দেওয়ার অনুরোধ করেন তারা। মানববন্ধন চাকরিচ্যুত প্রায় ২০০ জনের অধিক ব্যাংকার উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.