× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিজয় দিবসে সীতাকুণ্ড প্রেসক্লাবে আলোচনা সভা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মহান বিজয় দিবস উপলক্ষে সীতাকুণ্ড প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর আড়াইটায় প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. হেদায়েতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল ফারুক, সাংবাদিক শেখ সালাউদ্দিন, আবুল খায়ের, সঞ্জয় চৌধুরী, মীর দিদার হোসেন টুটুল, নাছির উদ্দীন অনিক, নির্দেশ বড়ুয়া, কামরুল ইসলাম দুলু, অ্যাড. নাছির উদ্দিন, সায়েদুল হক, ইকবাল হোসেন রুবেলসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের জন্য চিরগৌরবের। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও নৈতিক চেতনা ধারণ করেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। বক্তারা আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে জাতিকে সঠিক দিকনির্দেশনা দেওয়া গণমাধ্যমকর্মীদের অন্যতম দায়িত্ব।

বক্তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে বলেন, শহীদদের আত্মত্যাগ ও অবদান যথাযথভাবে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.