ময়মনসিংহের ফুলবাড়ীয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ফুলবাড়িয়া প্রেস ক্লাব সংলগ্ন চত্বরে গণদোয়া মাহফিল আয়োজন করেন উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানের
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক মোহা. আব্দুল করিম সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্ধসঢ়;বায়ক এ বি সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্ধসঢ়;বায়ক আশিকুল হক আশিক, মাসুদ আহমেদ
মাসুদ, অ্যাডভোকেট হুমায়ুন কবীর, সাইদুর রহমান সাইদ মাস্টার, জেলা যুবদলের সহসভাপতি আনোয়ার সাহাদাত আনার, সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস, পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক, কৃষক দলের যুগ্ম আহ্ধসঢ়;বায়ক প্রভাষক রেজাউল করিম রাসেল, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কুদরত ই কামাল উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের আহ্ধসঢ়;বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আলামিন, যুগ্ম আহ্ধসঢ়;বায়ক এজিএম ফাহাদ, পৌর ছাত্রদলের আহ্ধসঢ়;বায়ক হাসমত আলী মণ্ডল, কলেজ ছাত্রদলের সাবেক আহ্ধসঢ়;বায়ক রোমান মিয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ গণদোয়ার মোনাজাত করা হয়।