ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ হোমনা- তিতাস আসনে বিএনপি ঘোষিত প্রার্থী সেলিম ভূঁইয়ার মনোনয়ন পরিবর্তনের দাবিতে মনোনয়ন বঞ্চিত চার প্রার্থীর সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন বঞ্চিত প্রভাবশালী ৪ বিএনপি নেতার উদ্যোগে পৌর সুপার মার্কেটে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বেগম খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সাবেক এপিএস ও মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান।
এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস আবদুল মতিন খান, হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এড. আজিজুর রহমান মোল্লা, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মুন্না, হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান জহিরুল হক জহর, হোমনা উপজেলা বিএনপি সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম, ইঞ্জিনিয়ার এম জি ফারুক।
চার প্রার্থী বলেন, দলসহ জনস্বার্থে এই আসনে বিএনপি ঘোষিত প্রার্থী সেলিম ভূঁইয়া আমাদের আসনের না, উনি অন্য আসনের, আমরা হোমনা ও তিতাসের জনগন তা মানে না মানবে না, ফ্যাসিস্ট সরকারের হাতে যারা ১৭ বছরে হামলা মামলা নির্যাতিত ও নিগৃহীত নেতাদের পাশ কাটিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে। দুই উপজেলার জনগণের মতামতের ভিত্তিতে সৎ, আদর্শবান ও জনবান্ধব বিবেচনায় যোগ্য কাউকে বেছে নিতে দলের প্রতি আহ্বান জানান।