× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৌলতপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার

রাকিব আলী, কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি।

০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন,পিপিএম( বার) দৌলতপুর থানায় আকস্মিক  পরিদর্শনে এসে দৌলতপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।  মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম(বার) সাংবাদিকদের সাথে পরিচিতি পর্বে অংশ নেন এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

কুষ্টিয়া বাসীর নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালনের আশ্বাস দিয়ে তিনি বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট একই দিনে হওয়ায় আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। তাই এই দুটি ভোটকে সামনে রেখে আমরা বিভিন্ন প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

এসময় ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.দেলোয়ার হোসেন,দৌলতপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান,দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি'র সভাপতি আব্দুল আলীম সাচ্চু,সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, দৈনিক আমার দেশ প্রতিনিধি আব্দুর রাজ্জাক,সিনিয়র সাংবাদিক মামুন রেজাসহ  দৌলতপুরে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্হিত ছিলেন। 

উল্লেখ্য গত ২৯ নভেম্বর তিনি কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করা পর এই প্রথম তিনি দৌলতপুর থানা পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.