× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাগেশ্বরীতে এক হাজার ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কার সহ নাটোরের দুই মাদক ব্যবসায়ী আটক

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।

০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:১৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি এলিয়েন প্রাইভেট কার গাড়ি সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করছে। মঙ্গলবার ( ০৯ ডিসেম্বর)  গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানায় নবাগত   অফিসার ইনচার্জ  মোঃ আবদুল্লা হিল জামানের নেতৃত্বে নাগেশ্বরী থানার সাব-ইনেস্পেক্টর প্রভাত চন্দ্র রায়, অলকান্ত রায়, আহসান হাবীব আকাশ, অপূর্ব কুমার বর্মন, এএসআই নির্মল কুমারের সমন্বয়ে গঠিত একটি টিম ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি এলিয়েন প্রাইভেট কার গাড়ি আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন নাটোরের  লালপুর উপজেলার  কামারহাটী (তেনাচুরা) গ্রামের মৃত্ বাদল মোল্লার পুত্র রফিকুল ইসলাম (৪৮) অপরজন হচ্ছেন একই জেলার বাগাতিপাড়া উপজেলার মিস্ত্রীপাড়া গ্রামের মৃত আজাহার  আলীর পুত্র সুরুজ আলী (৩১)। মাদকবিরোধী অভিযানে  সার্বিক নির্দেশনা ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেন ভুরুঙ্গামারী  ও নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার  মুনতাসির মামুন মুন।

গ্রেফতারকৃতদের  বিরুদ্ধেএর রিপোর্ট লেখা পর্যন্ত  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে । নাগেশ্বরী এবং ভুরুঙ্গামারি  সার্কেলের সহকারী পুলিশ সুপার  মুনতাসির মামুন মুন ও নাগেশ্বরী থানার  নবাগত  অফিসার ইনচার্জ  মোঃ আবদুল্লা হিল জামান জানান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। আমরা মাদকমুক্ত নাগেশ্বরী উপজেলা বিনির্মানে শপথ গ্রহণ করেছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.