“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি" এ প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন এবং অদম্য নারী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কর্মকর্তা চৈতী বড়ুয়া, সভাপতিত্বে, সাকি আক্তার, তন্নী দেবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা সুমিত ভট্টাচার্য, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর, আরও উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির
সহ সভাপতি মোঃ আবু তালেব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুমন, প্রেস ক্লাবের সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ কমরুদ্দীন, প্রমূখ।