পটুয়াখালীতে র্যাব-৮, সিপিসি-১ এর আভিযানিক দল চাঞ্চল্যকর প্রতিবন্ধী অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক প্রধান অভিযুক্ত মোহাম্মদ রিফাত (২১) কে গ্রেফতার করেছে। সোমবার (০৯ ডিসেম্বর ২০২৫) দুপুরে স্কোয়াড্রন লিডার রাশেদের নেতৃত্বে কলাপাড়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া রিফাত বরগুনা সদর থানার হাজারবিঘা এলাকার বাসিন্দা নাসির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অপহরণ ও ধর্ষণ মামলায় পলাতক ছিলেন।
ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম একজন বাক প্রতিবন্ধী ছাত্র। গত ২৯ মে সকালে স্কুলের সামনে থেকে ওত পেতে থাকা আসামিরা তাকে মোটরসাইকেলে জোরপূর্বক তুলে নিয়ে যায়। নিখোঁজ হওয়ার পর পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন।
পরে ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষা করানো হলে রিপোর্টে ধর্ষণের বিষয়টি প্রমাণিত হয়।
গ্রেফতারের পর রিফাতকে আইনানুগ প্রক্রিয়ার জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালীর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।