চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রত্যেক মানুষের মাঝে মানবতাবোধ জাগ্রত হওয়া আবশ্যক। প্রত্যেক মানুষের উচিত মানবিক কাজে সহযোগিতা করা। বিশেষ করে সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সহানুভূতি প্রদর্শন ও সহায়তা করা মানুষ হিসেবে আমাদের দায়িত্ব।
উপজেলার বিভিন্ন দপ্তরের উদ্যোগে এ ধরনের সহযোগিতা প্রশংসার দাবিদার। ৮ ডিসেম্বর (সোমবার) সকালে চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ ও শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেনের সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি'র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন।
বক্তব্য রাখেন, উপজেলা সহকারী (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা আনম ছালেহ উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার এসআই রাকিব হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, আনসার ও ভিডিপি কর্মকর্তা জাকের হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় প্রমূখ। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক প্রতিবন্ধী মানুষদের মাঝে হুইলচেয়ার, এতিমদের মাঝে পোশাক, কৃষকদের মাঝে সার ও বীজ, সুবর্ণকার্ড, সাইকেল, যুব প্রশিক্ষণ সনদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। শেষে নবনির্মিত উপজেলা কমপ্লেক্স সম্প্রাসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন।