× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মোঃ আলমগীর হোসেন , লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :

০৯ ডিসেম্বর ২০২৫, ১৪:২৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়। পরে পতাকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে 

এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. সৈয়দ ইমদাদুল হকের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মারুফ সামদানীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  লোহাগড়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ নজরুল ইসলাম, লক্ষ্মীপাশা কওমি মাদরাসার অধ্যক্ষ মুফতি মিরাজুল হক, জয়পুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো: বদরুল ইসলাম, 

সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, সাংবাদিক কাজী ইমরানসহ প্রমূখ।

পরে আলোচনা সভা শেষে দূর্ণীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান লোহাগড়া উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য শারমিন ইসলাম। 

এসময় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সবাইকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। 

আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.