ভোক্তাদের অধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগ জোরদার করতে মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ : অবহিতকরণ ও বাস্তবায়ন’ বিষয়ক সেমিনার। আজ সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারের প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহম্মেদ। তিনি বলেন, “যে কোনো ভোক্তা প্রতারণা বরদাশত করা হবে না। অভিযোগ করলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” ভোক্তা অধিকার নিশ্চিত করতে বাজার তদারকির পাশাপাশি জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। তিনি বলেন, “ভোক্তাকে নিজের অধিকার সম্পর্কে জানতে হবে। ব্যবসায়ীদেরও ন্যায়সংগত আচরণ করতে হবে। এতে বাজার হবে আরও স্বচ্ছ ও জনবান্ধব।”
সেমিনারে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার লোক উপস্থিত ছিলেন। আলোচনায় অভিযোগ প্রক্রিয়া, বাজার মনিটরিং, জরিমানার প্রয়োগ এবং ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ যৌথভাবে আয়োজন করে।