× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জে রংমিস্ত্রি আক্কাছের রহস্যজনক মৃত্যু

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার)

০৮ ডিসেম্বর ২০২৫, ১৮:১৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মো. আক্কাছ মিয়া (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে তার বাড়ির পাশের ধলাই নদীর পাড়ে একটি গাছের সঙ্গে চাদরে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তবে নিহত যুবকের দুই পা মাটিতে লেগে থাকা অবস্থায় লাশটি উদ্ধার হওয়ায় এটি আত্মহত্যা, না খুন তা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে।

নিহত আক্কাছ মিয়া রামপাশা গ্রামের মো. আবাছ মিয়ার বড়ো ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রির কাজ করতেন।

পরিবার সূত্রে জানা যায়, সকালে আক্কাছের ছোট ভাই হাসান তাকে খুঁজতে গিয়ে প্রথমে নদীর পাড়ে তার ব্যবহৃত বাইসাইকেলটি দেখতে পান। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে গাছে ঝুলন্ত অবস্থায় আক্কাছের লাশ দেখতে পান। লাশের দুই পা মাটিতে সামান্য লেগে ছিল। এমন অস্বাভাবিক দৃশ্যের কারণে এটি আত্মহত্যা নয় বলে স্থানীয়দের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে।

জানা যায়, গত রোববার রাতে আক্কাছ বাড়ি ফেরেননি। রাত ৯টার দিকে ভানুগাছ বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি বাবার কাছ থেকে ৫০ টাকা নেন। এরপর রাত ১০টায় বড়ো চাচা মো. নওশাদ মিয়া তাকে সফাত আলী সিনিয়র মাদ্রাসার কাছে দেখেছিলেন। এরপর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোন বন্ধ পায়।

বিষয়টি জানাজানি হওয়ার পর প্রতিবেশী মো. শওকত সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন দিলে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কমলগঞ্জ থানা সূত্রে জানা গেছে, রহস্যের জট খুলতে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.