× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অতিরিক্ত ঠান্ডার রেললাইনে ফাটল

নাটোর প্রতিনিধি

০৮ ডিসেম্বর ২০২৫, ১৬:০৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় রেললাইনে ফাটল দেখা দিয়েছে। রেলকর্মী ও স্থানীয়দের দাবি, অতিরিক্ত ঠান্ডার কারণে এই ফাটল দেখা দিয়েছে। সকাল সাড়ে ১১ টার দিকে রেলওয়ের মেরামত কর্মীরা রেললাইন মেরামতের কাজ শেষ করেন।

জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর) সকালে মাধনগর রেল স্টেশনের দক্ষিনে ২৫৩ নম্বর পিলারের কাছে ফাটল দেখতে পান স্থানীয়রা।

স্থানীয় এলাকাবাসী ও গ্রাম পুলিশ নাজমুল হোসেন জানান,মাধনগর রেলস্টেশনের দক্ষিণে এনড়ার পাড় এলাকায় ১নং নম্বর লাইনে স্থানীয়রা প্রথম ফাটলটি দেখতে পান।

রেলওয়ের ট্রলিম্যান জুলফিকার হোসেন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রেলওয়ের কর্মীরা দ্রুত তা মেরামত কাজ করছেন। ঐ লাইনে ট্রেন ধীর গতিতে চলাচল করছে।

ঘটনাস্থল নলডাঙ্গা থানা পুলিশ পরিদর্শন করেছেন। সম্প্রতি পার্শ্ববর্তী বিরকুৎসা রেলস্টেশনের উত্তরেও রেল ফাটলের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রেললাইন ফাটলের মেরামত করা হয়েছে। অতিরিক্ত ঠান্ডার কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে জানান রেলকর্মী ও স্থানীয়রা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.