× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়লেখায় ৮ দলের সমাবেশ ও প্রচার মিছিল

রেদওয়ান আহমদ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি ::

০৬ ডিসেম্বর ২০২৫, ১৭:১৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোেট আয়োজন সহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে ৬ ডিসেম্বর ঐতিহাসিক সিলেট বিভাগীয় জনসমাবেশ সফল করার লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখায় সমাবেশ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ২ টায় পৌরশহরের নুরজাহান শপিং কমম্পেক্স সামনে বড়লেখা উপজেলার আন্দোলনরত ৮ দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিশ বড়লেখা উপজেলা শাখার সভাপতি মুফতি শফিকুল ইসলাম। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত ও খেলাফত মজলিশের উপজেলা সেক্রেটারি ফয়ছল আলম স্বপনের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সূরা সদস্য ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম ইয়াহইয়া, জামায়াতে ইসলামীর জেলা নায়াবে আমীর মাওলানা আব্দুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আনোয়ার হুসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামি বড়লেখা উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিন, খেলাফত মজলিশ বড়লেখা উপজেলা শাখার সভাপতি কাজী এনামুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামি বড়লেখা উপজেলার সাবেক আমীর এমাদুল ইসলাম, নায়াবে আমীর ও অন্দোলনরত ৮ দলের উপজেলা সমন্বয়ক  ফয়সাল আহমদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি জাফর আহমদ পাঠান, ইসলামি যুব মজলিশ উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসান হাদী প্রমুখ। 

সমাবেশ শেষে প্রচার মিছিলটি পৌরশহরের নুরজাহান শপিং কমম্পেক্স থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.