কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির
বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের
সমন্বয়ে গঠিত পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ওয়েব এর
সদস্যদেরকে নিয়ে জেন্ডার সচেতনতা ও প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ
অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর শনিবার দিনব্যাপী দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস
এর আয়োজনে কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ
প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কটিয়াদী পিএফজির কোঅর্ডিনেটর ও পাড়া মন্ডলভোগ কারিগরি
স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক এর সঞ্চালনায় প্রশিক্ষণ
কর্মশালার শুভ উদ্বোধন করেন পিস অ্যাম্বাসেডর ও কটিয়াদী পৌর
বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক
ছিলেন ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আখতারুজামান।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জেন্ডার সমতা প্রতিষ্ঠা, সমাজে
সহিংসতা প্রতিরোধ এবং শান্তি-সম্প্রীতি গড়ার বিভিন্ন কৌশল
ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।