চট্টগ্রাম–৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিনের উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা সীতাকুণ্ড মডেল মসজিদে মুরাদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে তাঁর দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে সীতাকুণ্ড উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “দেশের কোনো আলেম-ওলামা নেই যারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন না। কারণ তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন ন্যায়ের পক্ষে, ধর্মের পক্ষে এবং আলেম-ওলামাদের কল্যাণে কাজ করেছেন।”
তিনি দেশবাসীসহ বিশেষ করে সীতাকুণ্ডবাসীর প্রতি নেত্রীর সুস্থতা ও রোগমুক্তির জন্য আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানান।