চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দী ইউনিয়নের হাজীপুরে বিশিস্ট সূফী সাধক আল্লামা আব্দুল ক্বাদির বড় মৌলবী ( রহ: ) এর স্বরনে ও সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় হাজীপুর কমপ্লেক্স এর উদ্যােগে ৩০ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৷
শুক্রবার (৫ ডিসেম্বর ) হাজীপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে বাদ আসর হইতে সারারাত ব্যাপী অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: ওয়াসিম আকরাম তুষার ৷
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: জহিরুল ইসলাম বেপারীর সভাপতিত্বে ও মাও: মো: তাফাজ্জাল হোসেন ও হাফেজ মো: সালিম হোসেন এর পরিচালনায়
প্রধান আলোচক হিসেবে ওয়াজ করেন, হযরত মাওলানা খাজা সেখ সাদী আব্দুল্লাহ ( সাদকপুরী) , বিশেষ আলোচক হিসেবে ওয়াজ করেন, হযরত মাও: সোহরাব হোসেন জালালী, ওয়াজ করেন,হযরত মাও: হাফেজ শাহ বদিউজ্জামান বাহার,হাফেজ মাও: আসাদুজ্জামান,হযরত মাও: এহসানুল হক এনামুলসহ আরো অনেক ওলামায়ে কেরামগণ ৷
মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীপুর মাদ্রাসার সভাপতি ডা: জাহাঙ্গীর আলম,সমাজসেবক মো: কবির হোসেন গাজী,হাজী আবুল হোসেন বেপারী,মো: শিপন গাজী, উপস্থিত ছিলেন,মতলব উত্তর উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি আবুল বাশার ছগির, ফরাজিকান্দী ইউনিয়ন বিএনপির যুগ্মসম্পাদক ও ইউপি সদস্য দেওয়ান অলিউল্লাহ, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লালমিয়া, বিএনপি নেতা দেওয়ান আব্দুল খালেক মিনুসহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও মুসুল্লিগণ বাদ ফজর আখেরি মুনাজাত শেষে তবারক বিতরণ করা হয় ৷