× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ডোমারে গুদাম ভাঙচুর

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০২৫, ১৩:২২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নীলফামারীর ডোমার উপজেলায় অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগকে কেন্দ্র করে এক ডিলারের গুদামে হামলা চালিয়ে বিপুল পরিমাণ সার লুটের ঘটনা ঘটেছে। উপজেলার গোমনাতি ইউনিয়নের আমবাড়ি হাট এলাকায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিসিসিআই অনুমোদিত ডিলার আর.বি এন্টারপ্রাইজের গুদামে সার নিতে ভোর থেকেই শতাধিক কৃষক ভিড় জমান। সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দাবি করা এবং দীর্ঘদিন ধরে সার সংকটের অভিযোগে ক্ষুব্ধ কৃষকেরা গুদামে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে তারা গুদাম থেকে সার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠেছে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষকদের মাঝে বিতরণের জন্য গুদামে মজুদ ছিল ইউরিয়া ৬২০ বস্তা, ডিএপি ৩৮০ বস্তা, পটাশ ১৪২ বস্তা এবং টিএসপি ৭৩ বস্তা সার। এর অধিকাংশই কৃষকেরা নিয়ে গেছে বলে দাবি সংশ্লিষ্টদের।

স্থানীয় কৃষকদের অভিযোগ, সরকারি মূল্যে সার পাওয়ার কথা থাকলেও ডিলার অতিরিক্ত টাকা দাবি করছিল। এ বিষয়ে একাধিকবার অভিযোগ করলেও প্রশাসনের কোনো পদক্ষেপ না থাকায় কৃষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

সার লুট ও দোকান ভাঙচুর প্রসঙ্গে গোমনাতি বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক খুচরা ব্যবসায়ী বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি শুনেছি। গুদাম ভাঙচুর এবং সার লুটের বিষয়টিও জানি। তবে বর্তমান সময়ে সার ব্যবসায়ীরা নানা সমস্যার মুখে পড়েছেন। বাইরের জেলা থেকে সার সরবরাহে বাধা সৃষ্টি হওয়ায় বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় সার আটকে যাওয়ার খবর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। আমরা আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক করবে।”

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী এবং উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লুট হওয়া সার উদ্ধারে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর আমবাড়ি বাজার এলাকায় উত্তেজনা দেখা দিলেও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.