ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক সামনে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার (০৬ ডিসেম্বর) রাত ২টা ১০ মিনিটে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
কুমিরা ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি লরিকে সজোরে ধাক্কা দিলে ট্রাকচালক মো. ইউনুস সরদার (৬০) গাড়ির ভেতরে আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের অংশ কেটে তার লাশ উদ্ধার করেন। নিহত ইউনুস সরদার চট্টগ্রামের বন্দর ২ নং গেট এলাকায় বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চিতেলগা গ্রাম। তিনি মৃত আজহার আলী সরদারের ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আল মামুন।
এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই ফজলুল হক বলেন, “দুর্ঘটনাকবলিত দুইটি গাড়িই জব্দ করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে লরির চালক পলাতক। নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।”
প্রত্যক্ষদর্শী নাজমুল হোসেন জানান, “ঘটনার সময় আমি কাছেই ছিলাম। রাত ২টা ১০ মিনিটে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই কুমিরা ফায়ার সার্ভিসে ফোন করি। পরে তারা এসে গাড়ি কেটে চালকের মরদেহ উদ্ধার করে।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইমরান জানান, “সড়ক দুর্ঘটনায় নিহত একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার নাম ইউনুস সরদার। এন্ট্রি রেজিস্ট্রারে তথ্য লিপিবদ্ধ করার পর পুলিশ মরদেহ নিয়ে যায়।”