× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৌলতপুরে রফিক নামের একজনকে গুলি করে হত্যা

রাকিব আলী দৌলতপুর প্রতিনিধি।

০৪ ডিসেম্বর ২০২৫, ২০:০১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় একের পর এক ঘটছে হত্যাকাণ্ডের মত ঘটনা কোনভাবেই প্রশাসন নিয়ন্ত্রণে আনতে পারছে না এ সকল হত্যাকাণ্ডের ঘটনাকে। 

সাধারণ মানুষ সহ সচেতন মহল অনেকেই দুষছেন প্রশাসনের দুর্বল অবকাঠামোকে।

এরই ধারাবাহিকতায় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচামাদিয়া গ্রামের বাসিন্দা মৃত মতালী আলীর ছেলে রফিক ইসলাম ৪৮ কে  জন সম্মুখে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬. ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তের গুলিতে নিহত রফিক নামের ঐ ব্যক্তি স্থানীয়  একটি দোকানে বসে থাকা অবস্থায় মোটরসাইকেলে চড়ে কয়েকজন দুর্বৃত্ত এসে গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে সেখানেই নিহত হয় রফিক নামের ঐ ব্যক্তি। 

এ ঘটনায় রবজেল ফরাজি ও ইউসুফ নামের আরো দুইজন আহত হয়েছে বলে স্থানীয়  এলাকাবাসীরা জানিয়েছেন । 

ঘটনার পরপরই দৌলতপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে।

সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ঐ এলাকায় এখন অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলেও জানান দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.