চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে গরীব এবং অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গোমস্তাপুর উপজেলার এনায়েতপুরে অবস্থিত মেসার্স রফিক অটো
রাইস মিলস এর পক্ষ থেকে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও দেশনেত্রী খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মেসার্স রফিক অটো রাইস মিলস এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ রফিকুল
ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমদ। উপস্থিত ছিলেন, রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) জাকির হোসেন, সাবেক কাউন্সিলর জুয়েল ইসলাম, মোস্তাফিজুর রহমান জেম, বিএনপি নেতা জামিল আলম কাদরী, মাইনুলইসলাম প্রমুখ।
মোনাজাত করেন, রহনপুর স্টেশন বাজার জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন। এ সময় ১২০০ জনকে কম্বল দেয়া হয়।