মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও গাউসিয়া হক মঞ্জিলের খেতাব প্রাপ্ত খাদেম, সাতবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হযরত শাহছুফি মাওলানা মোহাম্মদ ফজলুল করিম (রহ.)'র জেয়াফত উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ ডিসেম্বর (বুধবার) বাদে মাগরিব এ কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য এস এম মুহিব্বুল্লাহ, সাংগঠনিক সমন্বয়কারী, ডাঃ মো. আবদুর রহমান, শাহনেওয়াজ চৌধুরী, জাহিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সমন্বয়কারী ইলিয়াস মাষ্টার,আবু সাঈদ চৌধুরী, মো. ফরিদ, মো রফিক, জিয়াউল হক, তৌহিদ, মো. ইউচুফসহ বিভিন্ন শাখা কমিটির উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ।